সাজেশন একটা ছাত্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা একটা ছাত্রের জীবন বদলে দিতে পারে। তাই প্রত্যেকেই একটা ভালো সাজেশন চাই নিজেদের প্রস্তুতি নেবার জন্য বা আরো ভালো করে Prepare করবার জন্য । এটা তাদের জীবনকে অনেকটা বদলে দেয় সাথে সাথে তাদের অনেকটা সময় কমিয়ে দেয় । সেই জন্য আমরা প্রত্যেক বছরই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর কিছু সাজেশন প্রস্তুতি করি যেটা বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয় । এবং সেটা ছাত্রদের কাছে শূন্য টাকার বিনিময়ে পৌঁছে দেয়া হয় এই ওয়েবসাইটের মাধ্যমে । আগের বছরের প্রশ্ন পত্রের নমুনা এবং তার Pattern খুবই গুরুত্বপূর্ণ । সেগুলিও ছাত্রদের খুব ভালোভাবে অনুসরণ করতে হবে । ছাত্রছাত্রীরা আগের বছরের প্রশ্নপত্র গুলিও এখান থেকে পেয়ে যেতে পারেন । এই ওয়েবসাইটের নিচে লিংক দিয়ে দেয়া হবে । মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর বিভিন্ন বিষয়ের সাজেশন ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রস্তুতির জন্য ফলো করতে পারে।
সাজেশন বিষয় : গণিত
শ্রেণি : মাধ্যমিক বা Secondary
পরীক্ষার তারিখ: March 2, 2023
পরীক্ষার সময় : 11: 45AM থেকে 3PM
সাজেশন ভাষা : বাংলা
সাজেশন common : 80 percent
আপনি কোন বইয়ের দোকান থেকে বা ওপেন মার্কেট থেকে কিছু সাজেশন পেতে পারেন । সেগুলো খুবই costly হয়ে থাকে অনেক সময় । আমাদের ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা বা শিক্ষকেরাও এই সাজেশনটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারে, যেটা তাদের Board exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা এখানে গণিত ছাড়াও আরো অনেক বিষয়ের সাজেশন ই আপলোড করে থাকি ।
Contents
গণিত পরীক্ষার তারিখ (Exam Date of Madhyamik Mathematics )
WBBSE বোর্ডের রুটিন থেকে মাধ্যমিক গণিত পরীক্ষা হবে March 2, 2023.
প্রশ্নপত্রের ধরন (Question Pattern)
- লিখিত পরীক্ষা: 90 নাম্বার 1,2,3,4,5 নম্বরের প্রশ্ন থাকবে । এক নম্বরের কোশ্চেনগুলো হবে MCQ টাইপের বা শুন্যস্থান পূরণ কিংবা সত্য-মিথ্যা নির্বাচন ।
- মৌখিক পরীক্ষা : 10 নম্বর
পরীক্ষার হলে নিজেকে কিভাবে Prepare করবে জানার জন্য এই লিংকে ক্লিক করতে পারেন
পরীক্ষার সময় (Madhyamik Exam Time)
মাধ্যমিক গণিত পরীক্ষার জন্য মোট নির্ধারিত সময় হলো 3 ঘন্টা 15 মিনিট যেটা হবে দুপুর 11: 45 থেকে তিনটে পর্যন্ত ।
মাধ্যমিক গণিত সাজেশন (Madhyamik Mathematics Suggestion)
এই সাজেশনটি বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা Prepare করা হয়েছে এবং সেই সমস্ত শিক্ষকের ভালো Reputation রয়েছে প্রতিবছরের সাজেশন প্রস্তুতিতে এবং তাতে কমন এর । সুতরাং এটা একটা খুবই ভালো সাজেশন Board এক্সামে নিজেকে প্রস্তুতি করার জন্য । নিচের দেয়া লিঙ্ক থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন।
মাধ্যমিক 2023 গণিত সাজেশন টি এখান থেকে ডাউনলোড করুন
Click here to download Madhyamik 2023 Mathematics Suggestion
Click here to download the other Suggestions
শেষ কথা (Conclusion)
সাজেশন হলো একটা সম্ভাবনা যেখানে নিশ্চয়তার এবং সম্ভাবনা কাজ করে 50-50 । তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই তাদের Textbook ভালো করে ফলো করতে হবে এবং প্রত্যেকটি Topic এর বিষয়ের উপরে স্পষ্ট ধারণা থাকতে হবে যাতে করে কোন Question যদি ঘুরিয়ে অন্যরকমভাবে আসে তাহলে সে নিজেকে সেই মুহূর্তে Prepare করতে পারে । তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীর প্রথম কর্তব্য হবে তাদের টেস্ট বইগুলিকে ভালোভাবে ফলো করা তাহলেই সে ভাল রেজাল্ট করতে পারবে।কোন কিছু আরো জানার থাকলে বা কোন Query থাকলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে বা এই ওয়েবসাইটের Contact Form থেকে।